National

ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৭

Published by
News Desk

ভারতে আবারও মৃত্যু হল এক করোনা সংক্রমিতের। এই নিয়ে ভারতে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭-এ। তারমধ্যে শেষ ২৪ ঘণ্টায় ৩টি মৃত্যুর খবর মিলেছে। গত শনিবার রাত ১১টাতেই মৃত্যু হয় এক বৃদ্ধের। তিনি মুম্বইয়ের একটি হাসপাতালে মারা যান। এরপর রবিবার সকালেই পাটনায় মৃত্যু হয় ৩৮ বছরের এক যুবকের। তারপর এবার সুরাট থেকে এল করোনায় মৃত্যুর খবর। গুজরাটের সুরাটের ওই ব্যক্তির রবিবার করোনায় মৃত্যু হয়।

সুরাটে মৃত ব্যক্তির বয়স ৬৯ বছর। এই নিয়ে ভারতে ৭ জন করোনা মৃতের মধ্যে ৬ জনই ৬০ বছরের ওপরের মানুষ ও সকলেরই পুরনো অন্য রোগ ছিল। এদিকে গুজরাটে এখনও পর্যন্ত ১৮ জন করোনায় সংক্রমিতের খোঁজ মিলেছে। ভারতে প্রথম করোনায় মৃত্যু হয় কর্ণাটকের কালবুর্গির এক বৃদ্ধের। তারপর দিল্লির এক বৃদ্ধার মৃত্যু হয়। মৃত্যু হয় মুম্বইয়ের ও পঞ্জাবের হোসিয়ারপুরের এক বাসিন্দার। সকলেরই বয়স ৬০ বছরের ওপর।

এখনও পর্যন্ত বিশ্বজুড়ে ১৩ হাজার ছাড়িয়েছে করোনায় মৃতের সংখ্যা। আক্রান্ত ৩ লক্ষের বেশি। বিশ্বের ১৬৮টি দেশেই করোনা সংক্রমিতের খোঁজ পাওয়া গিয়েছে। চিন থেকে এই ভাইরাস বিশ্বে ছড়ালেও চিনে মৃতের সংখ্যাকে এখন ছাড়িয়ে গেছে ইতালি। গত শনিবার একদিনে ইতালিতে মৃত্যু হয়েছে প্রায় ৮০০ জনের। এছাড়া ফ্রান্স, স্পেন, জার্মানিতেও মৃত্যু হয়েছে অনেকের। মার্কিন মুলুকের পরিস্থিতিও শোচনীয়। মার্কিন যুক্তরাষ্ট্র রাতারাতি মেক্সিকোর সঙ্গে সীমান্ত সিল করে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts