National

চিরুনি নিয়ে বচসা, কাঁচি দিয়ে খুন!

Published by
News Desk

চিরুনি ব্যবহার করা নিয়ে ঝগড়া। আর এই সামান্য কারণকে সামনে রেখে খুন! এমনই এক ভয়ংকর ঘটনা ঘটল দিল্লির একটি সেলুনে। দিল্লির বদরপুর এলাকার ওই সেলুনে চুল কাটাতে এসেছিলেন পবন নামে বছর ২০-র এক যুবক। সেখানে ক্ষৌরকার রঘুবীর ঠাকুরের সঙ্গে তাঁর ঝগড়া লাগে। চিরুনি ব্যবহার নিয়ে ঝগড়া। অভিযোগ ঝগড়া চরমে উঠলে রঘুবীর পবনকে চেপে ধরে। আর রঘুবীরের দাদা নবমী ঠাকুর সেলুনের কাঁচি দিয়ে পবনকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় পুলিশ পবনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় অভিযুক্ত রঘুবীর ও নবমী ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Share
Published by
News Desk