National

ভারতে করোনার শিকার আড়াইশো ছাড়াল

Published by
News Desk

ভারতে বেড়েই চলেছে করোনা শিকারের সংখ্যা। এতদিন সেই শিকারের সংখ্যা খুব ধীর গতিতে বাড়ছিল। যা নিয়ে কিছুটা হলেও স্বস্তিতে ছিলেন ভারতবাসী। কিন্তু গত শুক্রবার তা অনেকটা বাড়ে। মাত্র ১ দিনে ৬৩ জন করোনা সংক্রমিতের খোঁজ মেলে। শুক্রবারের এই আচমকা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পর শনিবারও বাড়ছে করোনার শিকারের সংখ্যা। দেশে সবচেয়ে বেশি করোনার শিকার এখন মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে করোনার শিকারের সংখ্যা ৬৩ ছাড়িয়েছে।

হিমাচল প্রদেশে কোনও করোনার শিকারের খোঁজ ছিলনা। শনিবার সেখানেও প্রথম করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে। এদিকে কেরালায় ৪০ জন করোনা পজিটিভ রয়েছেন। দিল্লিতে রয়েছেন ২৬ জন। উত্তরপ্রদেশে ২৪ জন। উত্তরপ্রদেশের লখনউ শহর জুড়ে করোনা ভয় গ্রাস করেছে গায়িকা কণিকা কাপুরের করোনা পজিটিভ ধরা পড়ার পর। কারণ সেখানে তিনি নানা জায়গায় গিয়েছিলেন গত ২ দিন। ইংল্যান্ড থেকে ফিরে তিনি হোম কোয়ারেন্টিনে না গিয়ে বরং বিভিন্ন জায়গায় ঘোরেন। পার্টি করেন। যেখানে সাংসদও উপস্থিত ছিলেন। এরমধ্যে আবার কণিকা কাপুরের পজিটিভ ধরা পড়ার পর করোনার ভীতিতে লখনউ শহরের একটা বড় অংশ স্তব্ধ হয়ে গেছে।

করোনার জেরে ক্রমশ আন্তঃরাজ্য বাস পরিষেবা কমে যাচ্ছে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। বাসও অনেক কমে গেছে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলির নিরন্তর প্রচারে সাড়া দিয়ে অনেকেই নিজেদের ঘরে বন্দি রাখছেন। বাইরে বার হচ্ছেন কেবল খাবার সংগ্রহ করতে বা ওষুধ কিনতে। এছাড়া আপাতত বাড়িতেই থাকতে চাইছেন অধিকাংশ মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts