National

শাহরুখ খানের বাড়ির কাছে আগুন, মৃত তরুণী

Published by
News Desk

করোনার জেরে মুম্বই শহর তার ছন্দ হারিয়েছে। অনেক অফিস বন্ধ। শ্যুটিং বন্ধ। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। তারমধ্যেই বলিউড সুপারস্টার শাহরুখ খানের বান্দ্রার বাড়ি মন্নত-এর উল্টোদিকে বৃহস্পতিবার সকালে আগুন লাগার ঘটনা ঘটল। মন্নত-এর উল্টোদিকেই রয়েছে ৬ তলা উঁচু আবাসন। মুম্বইয়ে অন্যতম বর্ধিষ্ণু এলাকা বান্দ্রার ওই আবাসনের ৬ তলায় অর্থাৎ উপরের তলায় আগুন লেগে যায়। গলগল করে ধোঁয়া ও আগুন বেরিয়ে আসতে থাকে।

সকাল সাড়ে ৭টা নাগাদ আগুনের খবর পান দমকলকর্মীরা। দ্রুত আগুন নেভানোর তোরজোর শুরু হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটা সময় লেগে যায়। ততক্ষণে বান্দ্রা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিকে সি স্প্রিং অ্যাপার্টমেন্ট নামে ওই আবাসনের আগুন যখন নিয়ন্ত্রণে আসে তখন পোড়া অংশ থেকে এক ২০ বছরের তরুণী দগ্ধ দেহ উদ্ধার হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

পোড়া অংশ থেকে সিফরা জাফরি নামে ৩৮ বছরের এক মহিলাকেও দগ্ধ অবস্থায় উদ্ধার করেন দমকলকর্মীরা। তাঁর দেহে ৯০ শতাংশই পুড়ে় গিয়েছে। তবে তাঁর প্রাণ ছিল। তাঁকে ভাবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন কীভাবে লাগল তা এখনও দমকল কর্মীদের কাছে পরিস্কার নয়। কারণ জানার চেষ্টা চলছে। বাড়ির খুব কাছেই এমন অগ্নিকাণ্ড ঘটলেও শাহরুখ খানের বাড়ির কোনও ক্ষতি হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk