National

জোট জয়ের বার্তা নিয়ে একমঞ্চে রাহুল-অখিলেশ

Published by
News Desk

সাইকেলের ২টি চাকা। যা ‘হাত’-এর ছোঁয়ায় প্রগতির পথেই দৌড়বে। উত্তরপ্রদেশের নির্বাচনে কংগ্রেসের হাত ধরার পর কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে এক মঞ্চ ভাগ করে নিয়ে এমনই দাবি করলেন সপা নেতা অখিলেশ ‌যাদব। জোট হওয়ার পর রাহুলকে পাশে নিয়ে তাঁর প্রথম জনসভা। ফলে লখনউয়ের ঘণ্টাঘরের সামনে উৎসাহের অন্ত ছিলনা। হাজারো মানুষের ভিড়ে কং-সপা জোটকে গঙ্গা-যমুনার সঙ্গম বলে ব্যাখ্যা করেন রাহুল। তাঁর দাবি, এই গঙ্গা যমুনাই উত্তরপ্রদেশে জন্ম দেবে উন্নয়নের সরস্বতীর। এর বাইরেও দুই তরুণ নেতাই এদিন একে অপরের প্রশংসা করেছেন। আলিঙ্গন করেছেন। মানুষকে বুঝিয়েছেন তাঁরা একে অপরের কতটা পাশে আছেন। বিজেপি আরএসএসকে রোখাই যে তাঁদের পাখির চোখ তাও এদিন অকপটেই জানিয়েছেন রাহুল। শুধু বিধানসভা ভোটই নয়, ২০১৯-র দিকে তাকিয়েই যে কংগ্রেস পথ চলছে তা মেনে নিচ্ছেন অনেকেই।

 

Share
Published by
News Desk