National

রাতে ব্যবসায়ীর বাংলো থেকে পালিয়ে পুলিশকে সব জানালেন মডেল

Published by
News Desk

তিনি পেশায় মডেল। প্রাক্তন অসম সুন্দরীও। তাঁকেই একটি হোলি পার্টিতে অংশ নেওয়ার জন্য যোগাযোগ করেছিল ইভেন্ট ম্যানেজার সক্ষম সাহু। এমন অনুষ্ঠানে অংশ অনেক মডেলই পেশাদারিত্বের সঙ্গে নিয়ে থাকেন। ২৪ বছরের ওই সুন্দরী তরুণী মডেলও রাজি হয়ে যান। সেইমত রঙ্গ বরষে পুল পার্টি-তে অংশ নিতে গত ১৩ মার্চ কানপুর পৌঁছন। ১৫ মার্চ বিকেল থেকে অনুষ্ঠান শুরু হয়। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর তাঁকে গাড়িতে সমীর আগরওয়াল নামে এক ব্যবসায়ীর বাংলোতে নিয়ে যায় অমিত আগরওয়াল নামে এক ব্যবসায়ী।

কানপুরে পুলিশ কমিশনারের বাংলোর কাছেই এই বাংলো। যথেষ্ট সম্ভ্রান্ত মানুষের বাস ওই এলাকায়। ওই তরুণীর অভিযোগ ওই বাংলোয় পৌঁছনোর পর ২ গার্ড গেট বন্ধ করে দেয়। তারপর অমিত আগরওয়াল অন্য ৫ জনের উপস্থিতিতে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। তাঁর গোপনাঙ্গে খারাপভাবে হাত দেওয়া হয়। তিনি রাজি না হওয়ায় তাঁকে মারধরও করা হয়। এই অবস্থায় কোনওক্রমে চিৎকার করতে করতে তিনি বাংলো থেকে অসংলগ্ন পোশাকেই বেরিয়ে আসেন রাস্তায়।

ওই তরুণীর চিৎকার শুনে প্রতিবেশিরা তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। পুলিশ আসে। পুলিশের কাছে সব খুলে বলে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। মূল অভিযুক্ত অমিত আগরওয়াল পুলিশ আসার আগেই বেগতিক বুঝে চম্পট দেয়। বাকি ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। যারমধ্যে সক্ষম সাহু ও সমীর আগরওয়াল রয়েছে। অমিতের খোঁজ করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk