National

ভারতে করোনার শিকার আরও ১, মৃত বেড়ে ৩

Published by
News Desk

ভারতে করোনা ভাইরাসের শিকার হয়ে মৃত্যু হল আরও ১ জনের। এবার মুম্বইতে। এই নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩। মুম্বইয়ের কুস্তুরবা হাসপাতালে মঙ্গলবার ওই ৬৪ বছরের বৃদ্ধের মৃত্যু হয়। করোনা ভাইরাসের শিকার হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এদিকে মহারাষ্ট্রে এখন করোনা ভাইসের শিকারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৬ জনে।

মুম্বইতে মঙ্গলবার করোনার তৃতীয় মৃত্যুর ঘটনায় আরও উদ্বেগ বাড়ল। এর আগে কর্ণাটকের কালবুর্গিতে প্রথম এ দেশে করোনা রুগীর মৃত্যু হয়। তারপর দিল্লিতে এক বৃদ্ধার মৃত্যু হয় করোনায়। তারপর মুম্বইতে মৃত্যু হল। এখনও যে ৩ জনের মৃত্যু হয়েছে তাঁদের সকলেরই বয়স ৬০ বছরের ওপর। মহারাষ্ট্রে যাঁরা করোনার উপসর্গ নিয়ে আলাদা রয়েছেন তাঁদের চিহ্নিত করতে তাঁদের হাতে রবার স্ট্যাম্প মেরে দেওয়ার পরিকল্পনা করেছে প্রশাসন।

ভারতে করোনার শিকারের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। ভারতে মঙ্গলবার কোভিড-১৯ এ আক্রান্ত এমন মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জনে। গত সোমবার যে সংখ্যাটা ছিল ১১৪। মঙ্গলবার দেখা গেছে ভারতে যে কজন এখন করোনার শিকার তার মধ্যে ভারতীয়ের সংখ্যা ১০৪। বিদেশি ২২ জন। এখন করোনার শিকারের তালিকায় সবচেয়ে উপরে রয়েছে মহারাষ্ট্র। তারপরে রয়েছে কেরালা। কেরালায় আক্রান্তের সংখ্যা ২২ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts