National

ম্যাট্রিমোনিয়াল সাইটে আলাপ, গেস্ট হাউসে ডেকে যুবতীকে ধর্ষণ করল যুবক

Published by
News Desk

ম্যাট্রিমোনিয়াল সাইট। সহজ কথায় ইন্টারনেটের মাধ্যমে পাত্রপাত্রীর খোঁজ করার উপায়। এখন এই ধরনের ওয়েবসাইটগুলির খুবই রমরমা। তেমনই একটি ওয়েবসাইটকে কাজে লাগিয়ে এক এক যুবতীর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করল এক যুবক। পুলিশে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ২৮ বছরের যুবতী। টানা জেরার মুখে ঘটনার কথা স্বীকারও করেছে অভিযুক্ত যুবক।

পুলিশ জানাচ্ছে, ওই যুবতীর আগে বিয়ে হয়েছিল। এখন তাঁর ডিভোর্স মামলা চলছে। ছাড়াছাড়ি হওয়া এখন সময়ের অপেক্ষা। তার আগেই নতুন পাত্রের খোঁজ শুরু করেছিলেন ওই যুবতী। সেজন্য একটি ম্যাট্রিমোনিয়াল সাইটে যুক্তও হন। সেখানেই এক যুবকের খোঁজ পান তিনি। তার সাথে আলাপ হয়। ২ জনে দেখা করার সিদ্ধান্ত নেন।

ওই যুবতীর দাবি, ওই যুবক তাঁকে একটি গেস্ট হাউসে দেখা করতে বলে। সেখানে দেখা করতে যাওয়ার পর তাঁকে ধর্ষণ করে ওই যুবক। পুলিশ ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপরই এক সময় জেরার মুখে ভেঙে পড়ে কুকীর্তির কথা স্বীকার করে সে। ঘটনাটি ঘটেছে দিল্লির ডিফেন্স কলোনি এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk