National

ফাঁসি আটকাতে ফের চেষ্টা নির্ভয়া কাণ্ডে দোষীর

Published by
News Desk

পিছোতে পিছোতে অবশেষে আদালতের নির্দেশে স্থির হয়েছে আগামী ২০ মার্চ হবে নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত ৪ জনের ফাঁসি। ২০ মার্চ সকাল ৬টায় ফাঁসি হবে তাদের। এজন্য যাবতীয় প্রস্তুতিও করা হচ্ছে দিল্লির তিহার জেলে। তারমধ্যেই ফের নতুন চাল চালল এদের মধ্যে এক মৃত্যু দণ্ডাজ্ঞাপ্রাপ্ত। আইনের ফাঁক গলার নয়া চেষ্টা চালিয়ে ফের ফাঁসির দিন পিছনোর চেষ্টা।

নির্ভয়া কাণ্ডে যে ৪ জনের ফাঁসির সাজা হয়েছে তাদের মধ্যে ১ জন বিনয় শর্মার দাবি, রাষ্ট্রপতির কাছে তার প্রাণ ভিক্ষার আবেদন পেশের ক্ষেত্রে দিল্লি সরকার সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করেছে। এই মর্মে বিনয়ের আইনজীবী দিল্লি হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছেন। যাকে আসলে ফাঁসি পিছিয়ে দেওয়ার চেষ্টা বলেই মনে করছেন অনেকে।

৩ বার ফাঁসির দিন ঘোষণা হয়েও ৪ জনের ফাঁসি শেষ মুহুর্তে রদ হয়েছে। সবরকমভাবে আইনি সুযোগ কাজে লাগিয়ে একের পর এক দিন পিছিয়ে দিয়েছে মৃত্যু দণ্ডাজ্ঞাপ্রাপ্তরা। তবে ২০ মার্চ তাদের ফাঁসির দিন ঘোষণার পর আইনজীবীরাই জানিয়েছিলেন যে এদের হাতে আর কোনও আইনি পথ খোলা নেই। যে রাস্তা ধরে তারা তাদের ফাঁসির দিন ফের স্থগিত করতে পারে। কিন্তু তার মধ্যেই এবার একটা ফাঁক খুঁজে বার করে সেই চেষ্টাই শুরু হল এদিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk