National

প্রেমিকের জন্য স্বামীকে হত্যা করল স্ত্রী

Published by
News Desk

প্রেমিকের সঙ্গে লুকিয়ে প্রেম চলছিল চুটিয়ে। স্বামীর সঙ্গে অনেকদিনই সম্পর্ক তলানিতে ঠেকেছে। তা অবশ্য বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে নয়। স্বামী প্রতিদিনই মদ্যপানে অভ্যস্ত। এই নিয়ে সংসারে অশান্তি ছিল। তার থেকেই ক্রমশ স্বামীর সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছিল। স্বামীর সঙ্গে ঝগড়ার পাশাপাশি পাড়ারই এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই গৃহবধূর। প্রেম সিং নামে ওই ব্যক্তি আবার বিবাহিত। তার এক সন্তানও বর্তমান।

সব চলছিল লুকিয়ে চুরিয়ে। কিন্তু আরতি সিং নামে ওই মহিলার স্বামী ধ্যান সিং স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে যান। আর তাতেই বিপত্তি বাঁধে। এর মাঝে প্রেম সিংয়ের সঙ্গে নিশ্চিন্তে বিবাহবহির্ভূত সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য আরতি ফন্দি আঁটে। এই ফন্দিতে সামিল হয় প্রেম সিংও।

আরতি এরপর তার প্রেমিক প্রেম সিংয়ের সহযোগিতায় স্বামীকে হত্যা করে। পেশায় দিনমজুর ধ্যান সিংয়ের মদ্যপ বলে পরিচিতি ছিল এলাকায়। সেই মদ্যপ অবস্থায় থাকাকালীনই তাকে হত্যা করে ২ জনে। পুলিশ পরে রাস্তার ধার থেকে ধ্যান সিংয়ের দেহ উদ্ধার করে। তদন্তে নেমে স্ত্রী আরতি সিংকে জেরা করতে এক সময় সব খুলে বলে সে। পুলিশ আরতি ও তার প্রেমিক প্রেম সিংকে গ্রেফতার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk