National

প্রেমিকার জন্য মাকে শেষ করল ছেলে

Published by
News Desk

সে যে একটি মেয়েকে ভালবাসে তা জানতে পেরেছিলেন তার মা। আপত্তি করেন তিনি। ছেলেকে জানিয়ে দেন মেয়েটির সঙ্গে মেলামেশা বন্ধ করতে। কিন্তু ছেলেও অনড়। সে ওই মেয়েকে পছন্দ করে। তাই তার সঙ্গে ছাড়াছাড়ি করার প্রশ্নই নেই। এই নিয়ে বাড়িতে ঝগড়া বাঁধে। মা সাফ জানিয়ে দেন রানি নামে ওই মেয়েকে তিনি ঘরে তুলবেন না। ছেলের সঙ্গে কোনও মেয়ের সম্পর্ক না মেনে নেওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু তা যে এমন চরম অবস্থায় পৌঁছবে তা বোধহয় কেউ ভাবতে পারেননি।

রানি নামে ওই মেয়েটির সঙ্গে সম্পর্ক রাখা, তার সঙ্গে মেলামেশা চালিয়ে যাওয়া নিয়ে ছেলের সঙ্গে চরম আকার নেয় মায়ের ঝগড়া। এই ঝগড়ার মধ্যেই প্রেমিকাকে নিয়ে বাড়িতে হাজির হয় শিবম শর্মা নামে ওই যুবক। তারপর লুকিয়ে মায়ের গয়না চুরি করে পালানোর চেষ্টা করে। কিন্তু শিবম ও তার প্রেমিকা রানি মিলে যে গয়না চুরি করে পালানোর চেষ্টা করছে তা জানতে পেরে যান মা। তিনি তাদের পথ আটকে রুখে দাঁড়ান।

এমনিতেই প্রেমিকাকে পছন্দ করেননা মা। তারপরও চুরি হাতেনাতে ধরা পড়ে যাওয়ায় ২ জনে মিলে ওই প্রৌঢ়াকে একটি থামের ধারে চেপে ধরে। তারপর তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাটি ঘটেছে আগ্রার বৈশালী নগর এলাকায়। পুলিশের জিজ্ঞাসার মুখে পুরো ঘটনা খুলে বলে শিবম ও রানি। ২ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk