National

যৌন কেলেঙ্কারির অভিযোগে ইস্তফা দিলেন মেঘালয়ের রাজ্যপাল

Published by
News Desk

রাজ্যপাল ভবনকে ইয়ং লেডিস ক্লাব বা অল্পবয়সী মহিলাদের ক্লাবে পরিণত করেছেন রাজ্যপাল। পদের মর্যাদা ক্ষুণ্ণ করছেন তিনি। তাঁর নির্দেশেই রাজভবনে মেয়েদের প্রবেশ অবাধ হয়ে গেছে। অনেক মহিলা রাজ্যপালের বেডরুমেও চলে যাচ্ছেন! এই মর্মে মেঘালয়ের রাজ্যপাল সম্নুগানাথনের বিরুদ্ধে রাজ্যপাল ভবনের শতাধিক কর্মী চিঠি লেখেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। এই চিঠি দিল্লি পৌঁছনোর পরই পদ থেকে ইস্তফা দিলেন সম্নুগানাথন।

যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে এভাবে একজন রাজ্যপালের ইস্তফায় দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। শুধু মেঘালয় নয়, অরুণাচল প্রদেশের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও ছিল সম্নুগানাথনের হাতেই। ২০১৫ সালে মেঘালয়ের রাজ্যপাল হওয়া সম্নুগানাথন ইস্তফা দিলেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

Share
Published by
News Desk