National

রাম মন্দির গড়তে অভিনব উপহার দিলেন মুসলিম ব্যক্তি

Published by
News Desk

অযোধ্যায় রাম মন্দির গড়ার প্রস্তুতি ক্রমশ গতি পাচ্ছে। সেই সময়েই অনেককে চমকে দিলেন উত্তরপ্রদেশের আজমগড় জেলার এক মুসলিম ব্যক্তি। সৈয়দ মহম্মদ ইসলাম নামে ওই ব্যক্তি রাম মন্দির গড়তে একটি বিশেষ উপহার তুলে দিয়েছেন। যার মূল্য কয়েক লক্ষ টাকা! রাম মন্দির গড়ে তোলার দায়িত্ব রয়েছে রাম তীর্থ ক্ষেত্র ট্রাস্টের ওপর। যার চেয়ারম্যান হলেন মহন্ত নৃত্যগোপাল দাস। তাঁর হাতেই এই উপহার তুলে দিতে চলেছেন ইসলাম।

সৈয়দ ইসলাম জানিয়েছেন, তাঁর কাছে ২টি প্রাচীন কয়েন রয়েছে। যে ২টিতে রাম, সীতা ও হনুমানের ছবি খোদাই করা রয়েছে। বাজারে এই কয়েনের মূল্য কয়েক লক্ষ টাকা। সেই কয়েন তিনি কারও কাছে না বেচে তা তুলে দিতে চান মহন্ত নৃত্যগোপাল দাসের হাতে। যা কাজে লাগবে রাম মন্দির গড়তে। এমনই ইচ্ছা প্রকাশ করেছেন সৈয়দ। কয়েকদিনের মধ্যেই তিনি এই কয়েন উপহার স্বরূপ তুলে দিতে অযোধ্যা যাচ্ছেন।

২০১৯ সালের ৩০ নভেম্বরের কথা। তিনি তাঁর গ্রামের পৈতৃক বাড়ির সারাই করাচ্ছিলেন। কিছু জায়গা ভেঙে ফের তৈরি করা হচ্ছিল। সে সময় একটি থাম তৈরি করতে গিয়ে মাটি খুঁড়তে হয়। তখনই তিনি ওই ২টি মুদ্রা মাটির তলা থেকে পান। একথা জানিয়েছেন সৈয়দ মহম্মদ ইসলাম। তারপরই তিনি সিদ্ধান্ত নেন যে এই ২টি প্রাচীন মুদ্রা তিনি অযোধ্যায় রাম মন্দির গড়ার কাজে উপহার স্বরূপ তুলে দেবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk