National

দুধের শিশুকে দোতলার সিঁড়ি থেকে ছুঁড়ে ফেলে দিল মা!

Published by
News Desk

মাত্র আড়াই বছরের সন্তানকে গ্রিলের দরজা খুলে সিঁড়িতে ছুঁড়ে দিল মা। বাচ্চাটি গড়িয়ে গেল নিচের দিকে। শিশুটিকে বাঁচাতে পিছনে ছুটলেন আর এক মহিলা। ছুটে এলেন পরিবারের এক পুরুষ সদস্যও। তখনও সন্তানের কী হল তা দেখা দূরে থাক, আঙুল উঁচিয়ে পরিবারের অন্য এক সদস্যের সঙ্গে ঝগড়ার মত করে কথা বলছে মা! এমনই এক শিউরে ওঠার মত সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে দিল্লিতে। দিল্লির এই ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল। আর তা দেখে ছি ছি করছে গোটা ভারত। দক্ষিণ-পূর্ব দিল্লির পুল প্রহ্লাদপুর এলাকা। এখানেই ঘটেছে এই ঘটনাটি। শিশুটির মুখে বড় ধরণের আঘাত লেগেছে। তাকে এইমসের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবার অভিযোগক্রমে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে ওদিন পরিবারের সদস্যদের সঙ্গে ওই মহিলার ঝগড়া হয়। তারপরই রাগের বশবর্তী হয়ে ঘুমন্ত সন্তানকে নিয়ে এসে সিঁড়িতে ছুঁড়ে দেয় সে। এই ঘটনায় ওই মহিলার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে।

 

Share
Published by
News Desk