National

বিমানে অশান্তি ছড়াল শান্তির দূত

Published by
News Desk

বিমানে তখন সব যাত্রীই অপেক্ষায়। বিমান ছাড়তে আর সামান্য সময় বাকি। আর ঠিক সেই সময়ই উদয় হলেন ২ জনে। দেখা মাত্র সচকিত বিমানযাত্রীরা। এ কী কাণ্ড! বিমানের মধ্যে উড়ে বেড়াচ্ছে পায়রা! ২টি পায়রা একবার বিমানের এ প্রান্ত থেকে ও প্রান্তে উড়ে যাচ্ছে। আবার কেবিনের এ প্রান্ত থেকে ও প্রান্তে উড়ে যাচ্ছে। প্রাথমিক হতবাক দশা কাটিয়ে এবার যাত্রীরা বেশ উৎসাহ পেলেন। দ্রুত মোবাইল বার করে শুরু হল ভিডিও তোলা।

গত শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে আমেদাবাদ থেকে জয়পুরগামী গো এয়ার-এর বিমানে। বিমানটি আমেদাবাদ থেকে উড়তে যাবে। ঠিক তার আগেই এই ঘটনা সামনে আসে। বোঝাই যাচ্ছিল যে পায়রাগুলিও ভীত। তারা ঢুকে তো পরেছে। কিন্তু এবার বার হওয়ার পথ পাচ্ছে না। তার ওপর যাত্রীদের হৈচৈ। কেউ কেউ তো হাত বাড়িয়ে উড়ন্ত পায়রা ধরারও চেষ্টা চালান।

ফাইল : সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, ছবি – আইএএনএস

এই অবস্থায় দ্রুত পায়রা বার করার চেষ্টা শুরু করেন বিমানকর্মীরা। দ্রুত বিমানের একদিকের দরজা খুলে দেওয়া হয়। সেই দরজা দিয়েই অবশেষে উড়ে পালায় কপোত। এদিকে পায়রা নিয়ে এই কাণ্ডে ততক্ষণে আধ ঘণ্টা কেটে গেছে। তারপর বিমানে পায়রা নেই এটা নিশ্চিত হওয়ার পর বিমানটি ছাড়ে। তবে জয়পুরে আধ ঘণ্টা পর পৌঁছয়। বিমানে পায়রা ওড়ার ঘটনায় গো এয়ার-এর তরফে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk