National

রাজধর্ম শেখাবেন না, কড়া জবাব আইনমন্ত্রীর

Published by
News Desk

গত বৃহস্পতিবার দিল্লি হিংসা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কংগ্রেসের একটি প্রতিনিধিদল। সেই দলের নেতৃত্বে ছিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধী। তিনি রাষ্ট্রপতির হাতে একটি স্মারকলিপি তুলে দেন। কেন্দ্রীয় সরকার যেন রাজধর্মের পালন করে সেই অনুরোধ করেন। সনিয়া গান্ধীর সেই রাজধর্ম পালনের উপদেশের পাল্টা দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এদিন কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

মন্ত্রী জানান, সনিয়া গান্ধী যেন রাজধর্ম শেখাতে না আসেন। তাঁর দাবি, সনিয়া গান্ধীর ট্র্যাক রেকর্ড খুললে অনেক কিছুই বেরিয়ে আসবে। রামলীলা ময়দান থেকে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন অতীতে বলে দাবি করেন আইনমন্ত্রী। তখন সনিয়া গান্ধীর রাজধর্ম কোথায় ছিল সে প্রশ্নও তোলেন তিনি। রাজনীতি করতে সনিয়া গান্ধী এমন অনেক কিছু করেছেন বলেও দাবি করেন রবিশঙ্কর প্রসাদ।

পাল্টা রবিশঙ্কর প্রসাদের দাবি, কংগ্রেস এত কিছু বলছে কিন্তু দিল্লি হিংসায় কংগ্রেসেরও হাত রয়েছে। এদিন আইনমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল বিজেপির যে নেতারা উস্কানিমূলক মন্তব্য করেছেন তাঁদের নিয়ে দল কিছু ভাবছে কিনা? উত্তরে মন্ত্রী জানান এঁদের বক্তব্যের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। সেইসঙ্গে আইনমন্ত্রী দাবি করেন, দিল্লিতে শান্তি ফিরে এসেছে। আর দিল্লিতে শান্তি ফেরাতে যথেষ্ট উদ্যোগ নেওয়া হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk