Categories: National

দেশ জুড়ে খরা, বানভাসি অসম

Published by
News Desk

ভারতের সিংহভাগ যখন প্রবল দাবদাহ, তাপপ্রবাহ আর খরায় জর্জরিত। একবিন্দু বৃষ্টির জন্য যখন গোটা দেশ হাহুতাশ করছে, ঠিক তখনই অসমের একটা বড় অংশ বন্যার জলে হাবুডুবু খাচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের ৪৫ হাজার মানুষ বন্যা কবলিত বলে জানিয়েছে অসমের ডিজাস্টার ম্যানেজমেন্ট দফতর। উদ্ধারকাজে সেনা নামানো হয়েছে। ১ হাজার ১৮ হেক্টর চাষজমি জলের তলায় চলে গেছে। বুরহিদিহিং এবং দেশাং নাগলামুরাহা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। লখিমপুর, জোরহাট, শিবসাগর ও চরৈদেও জেলার অবস্থা সবচেয়ে শোচনীয়। লামডিং এলাকায় এখনও প্রবল বর্ষণ চলছে। অনেক জায়গায় কাদাধস নামায় রাস্তা বন্ধ। বহু ট্রেন বাতিল হয়েছে। অবস্থা সামলাতে জরুরি বৈঠক ডেকেছে রাজ্য সরকার।

Share
Published by
News Desk