National

চারচাকা চালাচ্ছেন, হেলমেট কোথায়, মোবাইলে এল জরিমানার অঙ্ক

Published by
News Desk

বাইক আরোহীদের জন্য হেলমেট বাধ্যতামূলক। তাবলে গাড়ি চালকদের জন্যও হেলমেট! অনেকই বুঝতে পারছেন না এর মানে কি! কিন্তু এমনটাই ঘটেছে। প্রশান্ত তিওয়ারি নামে এক ব্যক্তি বিনা হেলমেটে চারচাকার স্টিয়ারিংয়ে থাকায় তাঁর ফোনে এক জরিমানার অঙ্ক। ই-চালান পাঠিয়ে তাঁকে জরিমানা করেছে আরটিও। ৫০০ টাকার জরিমানা করা হয়েছে। কেন করা হয়েছে তার কারণও জানানো হয়েছে।

গত বছর নভেম্বরের ৩০ তারিখ তিনি একটি মহিন্দ্রা বোলেরো গাড়ি চালাচ্ছিলেন। তখন তাঁর মাথায় হেলমেট ছিলনা। এটা স্পষ্ট করে জানানো হয়েছে তাঁকে। এটাই প্রথম নয়। এর আগেও পীযূষ ভাসনে নামে এক ব্যক্তিকে এভাবেই জরিমানা করেছে আরটিও। তাঁকেও বিনা হেলমেটে গাড়ি চালানোর জন্য ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এমন ঘটনায় হতবাক অনেকেই।

পীযূষ নামে ওই ব্যক্তি গাড়ি চালাতে গিয়ে হেলমেট না পরার জরিমানা গুণে আপাতত বিদ্রোহী হয়ে উঠেছেন। তিনি এখন প্রতিবাদ হিসাবে প্রতিদিন গাড়ি নিয়ে রাস্তায় বার হন মাথায় একটি কালো হেলমেট পড়ে। এমন ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরে। এমন ঘটনার কথা জানাজানি হওয়ার পর নানাভাবে পুলিশ প্রশাসন সমালোচিত হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk