National

ফের শুরু ‘জাল্লিকাট্টু’, দুর্ঘটনায় মৃত ২

Published by
News Desk

গত শনিবার রাতে ফের জাল্লিকাট্টু চালুর ছাড়পত্র পেয়েছে তামিলনাড়ু। আর রবিবার সকালে মাদুরাইতে জাল্লিকাট্টুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী পনিরসেলভম।

তামিলনাড়ুর এই সনাতনি খেলার নিয়ম হল একটি ষাঁড়ের পিঠের কুঁজের ওপর লাফিয়ে পড়েন বেশ কয়েকজন যুবক। ঝুলতে থাকেন উন্মত্ত ষাঁড়ের পিঠে।

এভাবে ষাঁড়টি ৩ লাফ দেওয়া পর্যন্ত যদি কেউ কুঁজ ধরে ঝুলে থাকতে সমর্থ হন তবে তিনি বিজয়ী বলে ষোষিত হন। তবে এই খেলায় আঘাত পাওয়ারও সম্ভাবনা থাকে। যেটা হল রবিবার।

জাল্লিকাট্টু শুরুর প্রথম দিনের উন্মাদনার মধ্যেই পুডুকোট্টাইতে জাল্লিকাট্টুর আসরে ২ ব্যক্তি ভয়ংকর আঘাত পান। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই তাঁদের মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনা বাদ দিলে অবশ্য তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় জাল্লিকাট্টুতে যোগ দেন হাজার হাজার মানুষ। এদিক কোয়েম্বাটুরে এদিন গরুর গাড়ির রেসও অনুষ্ঠিত হয়।

Share
Published by
News Desk