National

মুলায়মহীন মঞ্চে সপার ইস্তেহার প্রকাশ করলেন অখিলেশ

Published by
News Desk

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সমাজবাদী পার্টির ম্যানিফেস্টো বা ইস্তেহার প্রকাশ করলেন সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তবে বাবা মুলায়ম সিং যাদবকে পাশে পাননি তিনি। হাজির হননি কাকা শিবপাল যাদবও। দলীয় প্রতীককে সামনে রেখে বাবা-ছেলের লড়াইয়ে শেষ হাসি হাসেন অখিলেশই। হাতে গড়া দলের রাশ এভাবে কয়েকদিনের মধ্যে ছেলের হাতে পাকাপাকিভাবে চলে যাওয়ার ক্ষোভ যে বাবা মুলায়ম সিং ভালভাবে নিতে পারেননি তা এদিন পরিস্কার হয়ে গেছে। এই বিবাদের বাতাবরণেই এদিন ইস্তেহার প্রকাশ করে ফের ক্ষমতায় ফিরলে রাজ্যের ১ কোটি মানুষকে মাসে ১ হাজার টাকা করে পেনশনের প্রতিশ্রুতি দিয়েছেন অখিলেশ। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপিকে একহাত নিয়েছেন রাজ্যের তরুণ তুর্কি। আচ্ছে দিনের প্রতিশ্রুতি নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ করে তিনি বলেন, কোনও দিশা নেই বিজেপির। কখনও ঝাড়ু ধরিয়ে কখনও যোগব্যায়াম করতে বলে মানুষকে বিভ্রান্ত করছে তারা। মায়াবতীকেও ছেড়ে কথা বলেননি অখিলেশ। তাঁর দাবি, মায়াবতী ক্ষমতায় থাকার সময়ে শুধু পাথরের হাতি বানিয়েছেন। নতুন করে ক্ষমতায় এলে আরও বেশি করে সেই মূর্তিই বানাবে তারা!

 

Share
Published by
News Desk