National

আখ ক্ষেতে লেপার্ডের দেহ ঘিরে দানা বাঁধছে রহস্য

Published by
News Desk

গত ৩০ জানুয়ারিই একটি লেপার্ডের দেহ পাওয়া গিয়েছিল রেল লাইনের ধারে। ট্রেনের ধাক্কাতেই মৃত্যু হয়েছিল লেপার্ডটির। সেই ঘটনার পর ১০ দিন কাটতে না কাটতেই ফের মিলল আরও একটি লেপার্ডের দেহ। ট্রেনের ধাক্কায় মৃত লেপার্ডটির বয়স ছিল ৫ বছর। আর এদিন আখ ক্ষেত থেকে যে লেপার্ডটির দেহ মিলেছে তার বয়স মাত্র ৩ থেকে ৪ দিন। সবে জন্ম নেওয়া লেপার্ডটির কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।

এই নিয়ে কিছুদিনের মধ্যে ৭টি লেপার্ডের মৃত্যু হল পশ্চিম উত্তরপ্রদেশে। শেষ ১০ দিনের মধ্যে যে ২টি লেপার্ডের মৃত্যু হল সে ২টি ঘটনাই ঘটেছে বিজনৌরে। এদিন আখ ক্ষেত থেকে পাওয়া লেপার্ডটির দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই প্রাথমিক অনুমান যে লেপার্ডটির কোনও শারীরিক সমস্যা ছিল। তা থেকেই হয়তো মৃত্যু। তবে সঠিক কারণ জানতে সদ্যোজাত লেপার্ডটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পড়ুন : বাঘে খেল কৃষককে, লেপার্ডের হানায় মহিলার মৃত্যু ঘিরে রহস্য

পশ্চিম উত্তরপ্রদেশেই মাত্র কিছুদিনের মধ্যে ৭টি লেপার্ডের মৃত্যুতে যথেষ্ট উদ্বিগ্ন বন দফতর। তাদের হিসাব বলছে ৩টি লেপার্ডকে বিজনৌর, মোরাদাবাদ ও বদায়ুঁ-এর গ্রামবাসীরা মারেন। সেগুলিকে পিটিয়ে মারা হয় বলে জানিয়েছে বন দফতর। ২টি লেপার্ড-এর মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। ১টি লেপার্ড বয়স জনিত কারণেই মারা যায়। এবার এই শিশু লেপার্ডটির কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে আখ ক্ষেতে এভাবে লেপার্ডের দেহ ঘিরে এদিন বিজনৌরের বাহারিয়া গ্রামে প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk