National

স্ত্রী সুন্দরী, সকলেই চেয়ে থাকে, আজব পদক্ষেপ স্বামীর

Published by
News Desk

স্ত্রী সুন্দরী। এটা তিনি বিলক্ষণ জানেন। আর সেখানেই সমস্যা তাঁর স্বামীর। সুন্দরী স্ত্রীকে সামলানো যাচ্ছেনা বলেই মনে হচ্ছিল তাঁর। এমনও সন্দেহ করছিলেন যে তাঁর সুন্দরী স্ত্রী অন্য কারও সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন। তাঁর নজর এড়িয়ে চলবে প্রেম পর্ব। বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত তাঁর স্ত্রী। আর এসবই হচ্ছে তিনি সুন্দরী বলে। সুন্দরী হওয়াটাই আসল সমস্যা! তাই সেই সৌন্দর্য মুছে দিতে হবে। এমন ভাবনা মাথায় নিয়ে এক আজব পদক্ষেপ করলেন স্বামী।

স্ত্রী রোশনি-র মাথার চুল ধরে যেমন খুশি তাতে কাঁচি চালিয়ে দিলেন। মাথা ভর্তি চুল এবড়ো খেবড়ো হয়ে কেটে দিলে স্ত্রী আর সুন্দরী থাকলেন না। এমনটা নিশ্চিত হয়েই এই চুল কাটার সিদ্ধান্ত নিলেন স্বামী আরিফ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে। সুন্দরী স্ত্রীর চুল কেটেও অবশ্য সন্দেহ যায়নি তাঁর। চুল কেটে রোশনিকে একটি ঘরে বন্দিও করে ফেলেন তিনি। যাতে বাইরের কেউ তাঁর স্ত্রীকে দেখতে না পান। আরিফের দৃঢ় ধারণা, তাঁর স্ত্রী সুন্দরী হওয়ায় যেই তাঁকে দেখেন, তাঁর প্রেমে পড়ে যান।

পড়ুন : টাকা শোধ না হওয়ায় স্ত্রীকে অপহরণ, আত্মহত্যা স্বামীর

এদিকে কাটা চুলে ঘরে বন্দি অবস্থায় রয়ে যান রোশনি। গত মঙ্গলবার কোনওক্রমে সেই বন্দিদশা থেকে নিজেকে মুক্ত করেন তিনি। স্বামী কাজে যাওয়ার ফাঁকে ওই ঘর থেকে বেরিয়ে আসতে সমর্থ হন তিনি। তারপর সোজা পুলিশ স্টেশনে। পুলিশের কাছে সব খুলে বলেন রোশনি। পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। শুরু হয়েছে তদন্ত।

৪ বছর আগে বিয়ে হয় আরিফের। রোশনি পুলিশকে জানিয়েছেন তারপর থেকেই তাঁকে সকলে দেখছে, প্রেমে পড়ছে বলে সন্দেহ করতেন আরিফ। তাঁর চুল কেটে আরিফ রোশনিকে বলেন, এবার আর তাঁর দিকে কেউ দ্বিতীয় বারের জন্য চেয়ে দেখবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk