National

রাস্তা ছেড়ে বাস পড়ল জলে, মৃত ২৫

Published by
News Desk

ফাঁকা রাস্তা ধরে ৪০ জন যাত্রী নিয়ে ছুটে যাচ্ছিল বাসটি। উল্টোদিক থেকে ছুটে আসছিল একটি অটো। পুলিশের ধারণা অটোটিকে বাঁচাতে গিয়েও বাঁচাতে পারেনি বাসটি। বরং নিয়ন্ত্রণ হারান চালক। বাসটি যাত্রী নিয়ে আছড়ে গিয়ে পড়ে রাস্তার ধারের একটি জলায়। সেখানে কাদামাটি জলে গেঁথে যায় বাসটি। ছিটকে পড়ে অটোটিও। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। তার আগেই অবশ্য আশপাশ থেকে স্থানীয় মানুষজন ভিড় জমান সেখানে। তাঁরাই উদ্ধারকাজ শুরু করে দেন।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধেয় মহারাষ্ট্রের মালেগাঁও-দেওলা রোডে মালেগাঁওয়ের কাছে। ৩০ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও ১৮ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পড়ে হাসপাতালে মৃত্যু হয় আরও ৭ জনের। বাসটি দুর্ঘটনার পর ভয়ংকর চেহারা নেয়। একই চেহারা নেয় অটোটিও। অটোতে কতজন যাত্রী ছিলেন তা এখনও পরিস্কার নয়। তবে অটো ও বাস ২ মিলিয়ে মৃত্যু হয়েছে ২৫ জনের বলে নিশ্চিত করেছে পুলিশ।

রাতেই বাসটিকে জল থেকে টেনে তোলা হয়। কেন দুর্ঘটনা তার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মৃতদের রবিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন তিনি। সেইসঙ্গে আহতদের যাতে ঠিক করে চিকিৎসা হয় সেদিকেও আধিকারিকদের নজর রাখতে নির্দেশ দিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk