National

জাল্লিকাট্টু আন্দোলন, বল এখন পনিরসেলভমের কোর্টে

Published by
News Desk

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত তুলে নিয়েছেন। জানিয়ে দিয়েছেন জাল্লিকাট্টু বন্ধ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন্দ্র ব্যান তুলে নেওয়া নিয়ে কোনও নির্দেশিকা বা অর্ডিন্যান্স জারি করেনি। ফলে কেন্দ্র জাল্লিকাট্টুর ওপর থেকে ব্যান প্রত্যাহার করছে না।

এদিকে এদিন বিকেল ৫টায় শেষ হয়েছে প্রতিবাদীদের দেওয়া সময়সীমা। জাল্লিকাট্টু ব্যান করার প্রতিবাদে মেরিনা সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষ জমা হয়েছেন।

গত ৪৮ ঘণ্টা ধরে প্রতিবাদ জানিয়ে আসছেন তাঁরা। তাঁরাই মুখ্যমন্ত্রী পনিরসেলভমকে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তার মধ্যে ব্যান প্রত্যাহার করতে বলা হয় তাঁকে। এই অবস্থায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে জাল্লিকাট্টু ব্যান প্রত্যাহারের দাবিতে আগামী শুক্রবার তামিলনাড়ুতে পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। পুলিশকে অনুরোধ করেছেন পুলিশও ‌যে তাঁদের সঙ্গে রয়েছে তা বোঝাতে তারা ‌যেন হাতে কালো ফিতে বেঁধে আগামিকাল কাজ করে।

এদিকে বিখ্যাত সুরকার এ আর রহমান এদিন জাল্লিকাট্টু ব্যানের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়ে ‌জানিয়েছেন তিনি জাল্লিকাট্টু ফেরানোর দাবিতে অনশন শুরু করবেন।

Share
Published by
News Desk