National

স্কুলে নাচের প্র্যাকটিস করতে গিয়ে মৃত নবম শ্রেণির ছাত্রী

Published by
News Desk

স্কুলের বাৎসরিক অনুষ্ঠান সামনে। সেখানে নাচের অনুষ্ঠানের জন্য যে ছাত্রীদের বেছে নেওয়া হয়েছিল তার মধ্যে ছিল পূজিতা নামে এক নবম শ্রেণির ছাত্রী। ১৪ বছরের ওই ছাত্রী গত শুক্রবার অন্য ছাত্রীদের সঙ্গে ওই অনুষ্ঠানের জন্য স্কুলেই নাচের প্র্যাকটিস করছিল। প্র্যাকটিস চলছিল জোরকদমে। আচমকাই নাচতে নাচতে মেঝেতে লুটিয়ে পড়ে ১৪ বছরের ওই কিশোরী।

দ্রুত স্কুল থেকেই তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কেন্দ্র তাকে হাসপাতালে রেফার করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু সব চেষ্টা বিফলে যায়। মৃত্যু হয় ওই কিশোরীর। চিকিৎসকেরা জানিয়েছেন, নাচার সময়ই সে হৃদরোগে আক্রান্ত হয়েছিল। তারপর তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

এই ঘটনার পর অবশ্য ওই ছাত্রীর পরিবারে শোকের ছায়া নেমে এলেও তাঁরা কোনও অভিযোগ পুলিশের কাছে দায়ের করেননি। স্কুলের তরফেও পুলিশকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে পুলিশও বিস্তারিত জানাতে পারছেনা। তবে এই ঘটনায় স্কুল জুড়েই শোকের ছায়া নেমেছে। স্কুল কর্তৃপক্ষ বাৎসরিক অনুষ্ঠান বাতিল করেছে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরু থেকে ১০০ কিলোমিটার দূরে গোল্লাহাল্লি গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk