National

আন্দোলনে বাধা দেওয়ায় ৭ জনকে অপহরণের পর হত্যা

Published by
News Desk

গত রবিবার গ্রাম পঞ্চায়েত প্রধান সহ ৭ জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকে তাঁদের খোঁজ ছিলনা। প্রাথমিক ভাবে বাড়ির লোকজন ভেবেছিলেন হয়তো আন্দোলনের বিরোধিতা করায় অপহরণ। পরে ফিরিয়ে দেবে। কিন্তু সোমবারও না ফেরায় অবশেষে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা। পুলিশ তন্নতন্ন করে খুঁজে বুধবার অপহৃতদের মৃতদেহ উদ্ধার করে। তবে এর আগেই পরিবার থেকে গ্রাম, প্রায় সকলেই ধরে নিয়েছিলেন ৭ জনকে হত্যাই করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার বুরুগুলিকেলা গ্রামে। এখানেই গত রবিবার ২০১৬ সালে রাজ্যে বিজেপি সরকার থাকাকালীন একটি জমি আইনের বিরোধিতা করছিল পাত্থলগড়ি আন্দোলনকারীরা। এদের বিশেষত্ব হল এরা পাথর রেখে আন্দোলন করে। যদিও তাঁর গ্রামে এই আন্দোলন চলবে না বলে প্রতিবাদ জানান গ্রাম প্রধান। প্রতিবাদ হতেই পাত্থলগড়ি সমর্থকেরা ওই গ্রাম প্রধান সহ ৭ জনকে অপহরণ করে।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। জানিয়ে দিয়েছেন আইন সকলের ওপরে। তাই দোষীরা কোনওভাবেই ছাড় পাবেনা। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করার আশ্বাসও দিয়েছেন হেমন্ত সোরেন। পুলিশ উদ্ধার হওয়া মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk