National

ট্রাক-স্কুল বাস সংঘর্ষ, মৃত কমপক্ষে ২০ পড়ুয়া

Published by
News Desk

ট্রাক-স্কুল বাস মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ২০ জন স্কুল ছাত্রের। তবে পুলিশের মধ্যেই মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। ফলে সঠিক সংখ্যা খুব একটা পরিস্কার নয়। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে আগ্রার ইটা জেলার আলিগঞ্জ রোডের ওপর। আলিগড়ের আসাদপুর গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় স্কুলবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টোদিক থেকে আসা ট্রাকের। দুটি গাড়িই গতিতে থাকায় দুর্ঘটনার ভয়াবহতা চরমে ওঠে। ঘটনাস্থলেই অনেক ছাত্রের মৃত্যু হয়। মৃত্যু হয় বাস চালকেরও। পুলিশের প্রাথমিক ধারণা প্রবল কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকার কারণেই এই দুর্ঘটনা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে অন্য একটি বিষয়ও সামনে এসেছে। আগেই প্রবল ঠান্ডার কারণে সরকারের তরফে সব স্কুল সাময়িকভাবে ছুটি রাখার কথা জানানো হয়েছিল। কিন্তু সরকারি নির্দেশ উপেক্ষা করেও কীভাবে এই স্কুলটি ক্লাস চালিয়ে যাচ্ছিল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়েও তোড়জোড় শুরু করেছে স্থানীয় প্রশাসন।

 

Share
Published by
News Desk