প্রতীকী ছবি
বাড়িতে তখন কেউ ছিলনা। সেইসময় বাড়িতে হাজির হয় স্বামীর ৪ বন্ধু। তারা সকলেই স্থানীয়। সকলেই চেনা। বাড়িতে ঢুকে তারা বন্ধুপত্নীর মাথায় বন্দুক ঠেকিয়ে দেয়। আওয়াজ করলে গুলি করার হুমকি দেয়। তারপর এক এক করে ৪ জনই ওই তরুণী গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। স্বামীর বন্ধুদের লালসার শিকার হতে হয় ওই বধূকে।
সেখানেই শেষ নয়, বারংবার ধর্ষণের পর তারা ওই গৃহবধূর গলা কেটে হত্যারও চেষ্টা করে। এই সময় কোনওক্রমে তাদের হাত থেকে পালিয়ে চিৎকার করতে থাকেন ওই গৃহবধূ।
পাড়াপড়শি তখনই হাজির হবেন বুঝতে পেরে সেখান থেকে দ্রুত চম্পট দেয় ৪ জন। তবে হুমকি দিয়ে যায় এই নিয়ে কাউকে কিছু জানালে তার ফল মারাত্মক হবে।
গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বরেলিতে। শনিবার ওই মহিলা অভিযোগ দায়ের করার মত সাহস পাননি। তবে রবিবার তিনি সোজা হাজির হন পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে। তাঁর কাছেই সব ঘটনা খুলে বলেন।
ওই বধূর অভিযোগক্রমে অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করতে যায় পুলিশ। সকলেই ওই তরুণীর চেনা মুখ। একই এলাকার বাসিন্দা। কিন্তু পুলিশ আসার আগেই ৪ জন এলাকা ছেড়ে পালায়। তাদের ধরতে একটি দল গঠন করেছে পুলিশ।
ওই গৃহবধূর স্বামী ১ কেজি ভাং সহ গ্রেফতার হন। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ করেছেন, তাঁকে যারা ধর্ষণ করে তাদের মধ্যে ১ জন তাঁর স্বামীকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ওই মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…
তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…
২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…