National

একই পরিবারের ৫ জন খুন, রেহাই পেল না ২ শিশুও

Published by
News Desk

একই পরিবারের ৫ জনকে নৃশংস ভাবে খুন হতে হল। রবিবার সকালে তাঁদের দেহ পুলিশ উদ্ধার করে। কিন্তু পুলিশের অনুমান খুন হয়েছে গত শনিবার রাতে। একসঙ্গেই ৫ জনকে হত্যা করা হয়েছে। ৫ জনকেই ধারাল অস্ত্র দিয়ে খুন করে আততায়ী। নৃশংসভাবে খুন করা হয়। পরিবারকে শেষ করে দিতে পরিবারের ২ শিশুকেও রেহাই দেওয়া হয়নি। পুলিশ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সেবায়ত গ্রামে। সকালে ওই পরিবারের কেউ দরজা না খোলায় সন্দেহ হয় গ্রামের মানুষের। তারপরই তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান পারিবারিক শত্রুতার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। তবে তা প্রাথমিক অনুমান মাত্র। পুলিশ অন্য আরও বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

এই ঘটনা সামনে আসার পর থেকেই গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এভাবে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামবাসীরা চাইছেন দ্রুত অপরাধীকে গ্রেফতার করা হোক। দেওয়া হোক উপযুক্ত শাস্তি। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে এতটাই উত্তেজনার সৃষ্টি হয় যে পুলিশকে অতিরিক্ত পুলিশবাহিনী আনতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে। গ্রাম জুড়ে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk