National

নবাবদের শহরেও শুরু নাগরিকত্ব বিরোধী আন্দোলন, পুলিশকে পাথর

Published by
News Desk

অসম সহ উত্তরপূর্বের রাজ্যগুলিতে সংশোধিত নাগরিকত্ব বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় আইনটি বিল থাকা অবস্থা থেকেই। গত শুক্রবার থেকে পশ্চিমবঙ্গেও হিংসাত্মক আন্দোলন নজর কেড়েছে। রবিবার উত্তাল হয়েছে দিল্লি। সোমবার সকালে উত্তেজনা ছড়াল নবাবদের শহর বলে খ্যাত লখনউতে। লখনউয়ের নাদওয়া কলেজে এদিন বিক্ষোভ শুরু হয়। যাতে কলেজের বিক্ষোভরত ছাত্ররা রাস্তায় বেরিয়ে কোনও বিশৃঙ্খলা তৈরি করতে না পারেন সেজন্য কলেজের গেট বন্ধ করে দেয় পুলিশ।

পুলিশ কলেজের গেট বন্ধ করে গেটের সামনে প্রহরায় থাকে। সেসময় পুলিশকে লক্ষ্য করে কলেজের মধ্যে থেকে বড় বড় পাথর উড়ে আসতে থাকে। অগত্যা পুলিশকে বিভিন্ন থাম, দেওয়ালের পিছনে আশ্রয় নিতে হয়। যাতে সেসব পাথর তাদের আঘাত করতে না পারে। বেশ কিছুক্ষণ ধরে এই পাথরবর্ষণ চলে। তবে কোনও সময় বিক্ষোভ কলেজ চত্বর ছেড়ে বার হতে পারেনি। পুলিশ জানিয়েছে বেশ কিছুক্ষণ এমন চলার পর অবশেষে সব বিক্ষোভরত ছাত্র ক্লাসে ফিরে যান।

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের পাশে থাকার বার্তা নিয়েই এদিন আন্দোলনের পথে পা বাড়ান নাদওয়া কলেজের ছাত্ররা। প্রসঙ্গত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও পথে নেমে বিক্ষোভ দেখানো শুরু করেছেন। এদিকে এদিন লখনউতে বিক্ষোভ শুরুর পর উত্তরপ্রদেশ সরকারের তরফে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk