National

নাচ বন্ধ কেন, সোজা নর্তকীর মুখে গুলি

Published by
News Desk

নাচ চলছিল। হঠাৎ থেমে যায় মিউজিক। ফলে নাচ বন্ধ করেন ২ তরুণী। সেইসময় মদ্যপ গলায় কেউ বলে ওঠে, গোলি চল যায়েগি। কেউ সেই কথার রেশ ধরে বলে, সুধীর ভাইয়া আপ গোলি চালাহি দো। আর তারপরই একটি গুলি চলার শব্দ হয়। আর স্টেজে নাচ করতে করতে দাঁড়িয়ে পড়া তরুণী মুখ চেপে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে ধরে নেন তাঁর পাশে থাকা অন্য তরুণী। এমনই এক ভয়ংকর ভিডিও এখন ভাইরাল। নাচ থামানো যাবে না। এটাই ছিল প্রচুর মদ্যপান করা এক জনের দাবি। নাচ থামালে গুলি চালিয়ে দেবে সে। হুমকি দেয়। তাকে পাশ থেকে ওস্কানো হয় গুলি চালিয়েই দাও। আর তারপর গুলি চলে। ওই তরুণীর চোয়ালে গুলি লেগেছে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

হাড় হিম করা এই ঘটনাটি ঘটেছে গত ১ ডিসেম্বর উত্তরপ্রদেশের চিত্রকূটে। উত্তর ভারতে বিয়ের অনুষ্ঠানে এমন নাচের আয়োজন হয়ে থাকে। সেখানে বিভিন্ন চটুল গানের সঙ্গে নাচের জন্য তরুণীদের নিয়ে আসা হয়। তৈরি হয় স্টেজ। আর সেখানে চলে নাচ। গ্রাম প্রধান সুধীর সিং প্যাটেলের মেয়ের বিয়ে ছিল সেদিন। সেখানেও এই নাচের আয়োজন হয়েছিল। রাতভর চলে নাচ। চলে মদ্যপান। ভোরের দিকে তখনও নাচ চলছিল।

ভোরের দিকে একসময় কোনও কারণে মিউজিক বন্ধ হয়ে যায়। ফলে নাচা বন্ধ করে দেন তরুণীরা। আর তাতেই রেগে যায় ফুর্তিতে মত্তরা। গ্রাম প্রধানের মেয়ের বিয়েতেই এমন ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে। কে গুলি চালিয়েছে তার খোঁজ চলছে। অবশ্য কয়েকদিন কেটে গেলেও ওই অনুষ্ঠানে উপস্থিত কে গুলি চালিয়েছে তার খোঁজ পায়নি পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk