National

ফের হায়দরাবাদে ১ মহিলার পোড়া দেহ উদ্ধার

Published by
News Desk

গত বুধবার রাতেই হায়দরাবাদে এক তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনা ঘিরে উত্তাল হায়দরাবাদ। ক্ষোভ জমেছে গোটা দেশেই। এমন নৃশংস হত্যার পর মহিলা সুরক্ষা নিয়ে যথেষ্ট কোণঠাসা অবস্থায় তেলেঙ্গানা সরকার। আর তার মধ্যেই গত শুক্রবার রাতে ফের এক মহিলার পোড়া দেহ উদ্ধার হল হায়দরাবাদের উপকণ্ঠে শমশাবাদ থেকে। এই ঘটনা নতুন করে মানুষের ক্ষোভে ঘৃতাহুতি দিয়েছে।

পুলিশ জানাচ্ছে, যে পোড়া দেহটি উদ্ধার হয়েছে তা ৩০ থেকে ৩৫ বছর বয়স্ক কোনও মহিলার। তবে মহিলার পরিচয় জানা যায়নি। সিদ্দুলাগুট্টা মন্দিরের কাছেই দেহটি পড়েছিল। কারা তাঁকে পোড়াল তাও পরিস্কার নয়। এই মহিলার ক্ষেত্রেও ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আশপাশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আশপাশে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

পুলিশ এখনও পরিস্কার নয়। তবে গত বুধবার যে ২৫ বছরের তরুণী চিকিৎসককে গণধর্ষণের পর পোড়ানো হয় তাঁকে গণধর্ষণ করে হত্যার পর ট্রাকে করে নিয়ে যাওয়া হয় হায়দরাবাদের তোন্দুপল্লি টোল প্লাজা থেকে ৫০ কিলোমিটার দূরে সাদনগরে। সেখানে তাঁকে পুড়িয়ে দেওয়া হয়। এই মহিলার ক্ষেত্রেও এভাবেই দূর থেকে এখানে এনে দেহ পুড়িয়ে ফেলা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk