National

রাস্তায় বাইক ছুঁড়ে তার ওপর বসে কান্না জুড়লেন যুবক

Published by
News Desk

একটা আস্ত বাইক ভাঙচুর করছেন এক অস্থির যুবক। যেমন খুশি ভাঙছেন। অন্য কারও বাইক নয়। নিজেরই বাইক ভেঙে তছনছ করছেন তিনি। ভেঙেও শান্তি হয়নি। এবার বাইকটা ধরে উল্টে দেন রাস্তার ওপর। তারপর সোজা গিয়ে বসেন তছনছ হওয়া বাইকের ওপর। সেখানে বসে হাউ হাউ করে কান্না জুড়ে দেন। আশপাশে থাকা পুলিশকর্মীরা তখন বুঝে উঠতে পারছেন না কী করবেন। অগত্যা ওই যুবককে সান্ত্বনা দিতে থাকেন তাঁরা। কিন্তু যুবকের কান্না থামার নয়।

এমনই এক ঘটনা চমকে দিয়েছে অনেককে। ইতিমধ্যেই এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে। জানা গেছে, ওই যুবক মাথায় হেলমেট না পরেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পুলিশ ধরে। হেলমেট না থাকায় তাঁকে দাঁড় করিয়ে চালান কাটেন কর্তব্যরত পুলিশ। যুবক অনেক করে পুলিশকর্মীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু ওই পুলিশকর্মী জানিয়ে দেন তিনি আইন মানেননি। তারজন্য ফাইন দিতেই হবে। পুলিশকে কিছুতেই বোঝাতে না পেরে আচমকা রেগে যান ওই যুবক। তারপর নিজের বাইক নিজেই ভেঙে তার ওপর বসে কান্না জুড়ে দেন।

এই অবস্থায় পুলিশকর্মীরা তাঁদের কাজ ফেলে ওই যুবককে শান্ত করার চেষ্টা শুরু করেন। মোটর ভেহিকলস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৯ অনুযায়ী হেলমেট ছাড়া বাইক চালালে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সেইসঙ্গে ৩ মাস পর্যন্ত ওই ব্যক্তির লাইসেন্স বাতিল হতে পারে। এই নিয়ম যে বাইক চালকদের কাছে অজানা এমনও নয়। কিন্তু তবু গোটা দেশের বিভিন্ন প্রান্তেই, কলকাতাতেও মাথায় হেলমেট না পড়ে বাইক চালাতে অনেককেই দেখতে পাওয়া যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk