National

মিড ডে মিলে ১ লিটার দুধে জল মিশিয়ে ৮১ জন ছাত্রকে খাওয়াল স্কুল

Published by
News Desk

১ লিটার দুধে মেশানো হয় গরম জল। এমনভাবে মেশানো হয় যাতে স্কুলের ৮১ জন ছাত্রকে সেই দুধ খাওয়ানো যায়। সেই পরিমাপ তৈরি হলে ওই জল মেশানো ১ লিটার দুধ ভাগ করে দেওয়া হয় ৮১ জন ছাত্রের মধ্যে। প্রাথমিকের সব পড়ুয়া দুধ পায়! আর এমন দুধ ছাত্রদের মধ্যে মিড ডে মিলের নামে বিলি করাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠল।

প্রাথমিকে পড়ুয়াদের এভাবে জল মেশানো দুধ খাওয়ানোর জের আঁচ ফেলেছে খোদ সরকারের ওপর। যদিও উত্তরপ্রদেশ সরকার এর জন্য স্কুলকেই দায়ী করেছে। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও সম্ভাবনা প্রবল। একজন সরকারি শিক্ষককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার। তবে সকলের নজরে আসে শুক্রবার। উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার সালাইবানওয়া এলাকায়। এই ঘটনায় মিড ডে মিলের রাঁধুনিকেও কাঠগড়ায় চাপানো হয়েছে। যদিও রাঁধুনি আবার জানিয়েছেন তাঁকে শিক্ষক যা বলেছেন তিনি তাই করেছেন। এমনও দাবি উঠেছে যে ১ লিটার দুধই এসেছিল স্কুলে। ফলে সেটাই সকলের মধ্যে ভাগ করে দিতে দুধে গরম জল মেশানো হয়েছে।

স্কুলটি আদিবাসী এলাকায়। এখানে পড়ুয়ারাও অধিকাংশ আদিবাসী। আর এরা সবচেয়ে বেশি এই ধরনের দুর্নীতির শিকার হয় বলে দাবি করেছেন স্থানীয় সাংসদ। তবে তাঁর দাবি, সরকার সব ঠিকই পাঠায়। কিন্তু স্থানীয় কিছু দুর্নীতিপরায়ণ মানুষের জন্য এমন ঘটনা ঘটে। গোটা বিষয়টি খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পাঠানো হয়েছে। ওইদিন ছাত্রদের স্থানীয় ভাষায় ‘তেহরি’ বা ভাতের একটি পদ ও দুধ দেওয়ার কথা ছিল। আর সেখানেই ১ লিটার দুধে জল মিশিয়ে ৮১টি ছাত্রকে দুধ দেওয়া হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk