National

৯ জানুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজতে সুদীপ

Published by
News Desk

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল ভুবনেশ্বর আদালত। সিবিআই ১২ দিনের জন্য তাঁকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে। অতদিন মঞ্জুর না করে আপাতত ৬ দিনের হেফাজতই মঞ্জুর করেছে আদালত। এদিকে এদিন সুদীপবাবুর আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। দাবি করেছিলেন ৯ তারিখ তাঁর রেলের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। কিন্তু তা গ্রাহ্য করেনি আদালত। এদিন নিজে যেচেই আদালতে কিছু বলতে চান সুদীপ বন্দ্যোপাধ্যায়। আদালত অনুমতি দিলে তিনি দাবি করেন, নোট বাতিলের বিরুদ্ধে লোকসভায় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি। তারজন্যই এই গ্রেফতারি। এটা প্রতিহিংসাপরায়ণ রাজনীতির ফল। এর সঙ্গে রোজভ্যালির সঙ্গে আর্থিক লেনদেনের কোনও সম্পর্ক নেই।

 

Share
Published by
News Desk