Categories: National

বিমানসেবিকাকে যৌন হয়রানি, বরখাস্ত পাইলট

Published by
News Desk

কমান্ডার স্তরের এক বিমানচালককে বরখাস্ত করল স্পাইসজেট। প্রায় দুমাস তদন্ত চালানোর পর অবশেষে এই সিদ্ধান্ত নিল বিমান পরিবহণ সংস্থাটি। এক বিমান সেবিকার করা যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে তাঁকে বরখাস্ত করেছে সংস্থা। তবে তার আগে পুরো বিষয়টি সংস্থার তরফে তদন্ত করে দেখা হয়েছে। সূত্রের খবর, ২৮ ফেব্রুয়ারি বিমানটি কলকাতা থেকে ব্যাংকক অভিমুখে রওনা দেয়। মাঝপথে এক বিমান সেবিকাকে ককপিটে ডেকে পো-পাইলটকে কিছুক্ষণের জন্য ককপিট থেকে বেরিয়ে যেতে বলেন পাইলট। অভিযোগ পাইলটের নির্দেশে ওই কো-পাইলট বেরিয়ে গেলে বিমান সেবিকার সঙ্গে অভব্য আচরণ করেন অভিযুক্ত পাইলট। শুধু যাওয়ার পথেই নয়, আসার পথেও ঠিক একই ঘটনা ঘটান তিনি। পরে ওই বিমান সেবিকা অভিযোগ জানালে পাইলটের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

Share
Published by
News Desk