National

ম্যালেরিয়ায় মৃত্যুতেও বীমা পাবে পরিবার

Published by
News Desk

ম্যালেরিয়ায় মৃত্যু হলে মৃতের পরিবার বীমার টাকা পাবেন। নির্দেশ দিল কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক। ২০১২ সালে এক ব্যক্তির ম্যালেরিয়ায় মৃত্যুর পর তাঁর স্ত্রী বীমার টাকা দাবি করেন। কিন্তু বীমা সংস্থা জানায় ম্যালেরিয়ায় মৃত্যু অসুখে মৃত্যু। দুর্ঘটনায় নয়। তাই কোনও বীমা ওই পরিবারের প্রাপ্য নয়। কিন্তু নাছোড় ওই মহিলা এর বিরুদ্ধে জেলা ক্রেতা সুরক্ষা দফতরের দরজায় কড়া নাড়েন। সেখানে সিদ্ধান্ত যায় তাঁর পক্ষে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরে যায় বীমা সংস্থা। সেখানেও হার। কিন্তু বীমা সংস্থাও ছাড়ার পাত্র নয়। তারা এবার বিষয়টা নিয়ে যায় কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রকে। কেন্দ্রীয় মন্ত্রক জানায়, ম্যালেরিয়ার মশা কবে, কাকে কামড়াবে তা আগে থেকে বোঝা সম্ভব নয়। পুরোটাই আকস্মিক। ফলে সেই মশার কামড় থেকে মৃত্যু অবশ্যই বীমার আওতায় পড়ে। অবশেষে ৪ বছর লড়াইয়ের পর এই রায়ে সুবিচার পেলেন ওই মহিলা।

 

Share
Published by
News Desk