National

গাড়িতে তরুণীকে ধর্ষণ করে রাস্তায় ছুঁড়ে ফেলে চম্পট

Published by
News Desk

জাতীয় সড়কের ওপর এক তরুণীকে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় কয়েকজনের। তাঁরা এগিয়ে যান। বুঝতে পারেন ওই তরুণীর জীবনে অত্যন্ত ভয়ংকর কিছু ঘটে গেছে। দ্রুত তাঁকে রাস্তা থেকে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয়রাই। সেখানে তাঁর চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে ওই তরুণী ২ ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে ১ জনকে গ্রেফতার করেছে।

ওই তরুণীর দাবি, তাঁকে রাস্তা থেকে টেনে গাড়িতে তুলে নেওয়া হয়। গাড়িতে ২ জন ছিল। তাদের মধ্যে ১ জন তাঁকে গাড়ির মধ্যেই ধর্ষণ করে। তারপর একসময়ে তাঁকে জাতীয় সড়কের ওপর পিএন কলেজের সামনে ফেলে দিয়ে যায়। বুধবার সন্ধেয় তাঁকে রাস্তায় ফেলে চম্পট দেয় গাড়িটি। ঘটনাটি ঘটেছে ওড়িশার খুরদা শহরে।

খণ্ডগিরি পুলিশ স্টেশনে এই ঘটনার তদন্ত শুরু করেছে। তারা তদন্তে নেমে ১ জনকে গ্রেফতার করেছে। গাড়িতে থাকা দ্বিতীয় ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে। এভাবে এক তরুণীকে গাড়িতে তুলে ধর্ষণ করে ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর ফেলে চলে যাওয়ার ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই ঘটনার তদন্ত প্রক্রিয়ার ওপর নজর রাখছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk