National

উপত্যকায় সবজি বাজারে গ্রেনেড হামলা কাড়ল ১টি জীবন, আহত ১৫

Published by
News Desk

টানা প্রায় ৩ মাস আঁটোসাটো নিরাপত্তা বেষ্টনীতে কাটানোর পর এবার আস্তে আস্তে স্বাভাবিক হতে চলেছে জম্মু কাশ্মীর। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে আস্তে আস্তে খুলছে বাজারহাট। রাস্তায় নামছে গাড়ি। মানুষজন পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছেন। আর অবস্থা স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে জঙ্গিদের উপদ্রবও বাড়ছে। ১ সপ্তাহ আগেই সোপোরে গ্রেনেড হানা চালিয়ে ১৫ জন সাধারণ মানুষকে আহত করে জঙ্গিরা। সোমবার ফের জঙ্গিহানার ঘটনা ঘটল। এবার খোদ শ্রীনগরে। যার জেরে ফের আতঙ্ক ছড়াল সেখানে।

সোমবার সকালে বাজারহাট খুলেছিল শ্রীনগরের লালচক এলাকায়। সেখানেই রয়েছে একটি সবজি বাজার। আমিরা কাদাল এলাকায়। সেখানে সকালে কেনাকাটার জন্য সাধারণ মানুষের ভিড়ও জমে। তখনই একটি গ্রেনেড হামলার ঘটনা ঘটে বাজারে। গ্রেনেড হামলায় ঘটনাস্থলেই প্রাণ যায় ১ জনের। আহত হন ১৫ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর।

ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। এলাকায় আতঙ্কের জেরে মানুষজন ফের ঘরে আশ্রয় নেন। সোমবার সকাল থেকে শ্রীনগরের রাস্তায় অনেক গাড়ি বার হয়েছিল। কিন্তু গ্রেনেড হামলার পর রাস্তায় গাড়ির সংখ্যা কমে যায়। ঘটনার পর এলাকার চারধার জুড়ে খানা তল্লাশি শুরু হয়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk