National

চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসা পাচ্ছেন না হাজার হাজার রোগী

চিকিৎসকদের কর্মবিরতি যে কী পরিস্থিতির জন্ম দিতে পারে তা কিছুদিন আগেই দেখেছে কলকাতা সহ দেশের বেশ কিছু হাসপাতাল। চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে সোচ্চার হয়ে চিকিৎসকদের কর্মবিরতিতে রোগী নিয়ে হাসপাতাল হাসপাতাল ঘুরে নাজেহাল হতে হয়েছে রোগীদের আত্মীয়দের। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল তামিলনাড়ুতে। গত শুক্রবার থেকে চিকিৎসকদের কর্মবিরতির জেরে হাজার হাজার রোগী চিকিৎসা পাচ্ছেন না। এদিকে চিকিৎসকদের কর্মবিরতি শনিবারও অব্যাহত থাকায় মাথায় হাত পড়েছে রোগীদের।

সাধারণ মানুষই সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে থাকেন। অর্থবান হলে মানুষ এখন বেসরকারি হাসপাতাল পছন্দ করেন। এটা একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসা পাওয়ার জন্য দূর দূর থেকে বহু রোগী তামিলনাড়ুর বিভিন্ন রাজ্য সরকারের অধীন হাসপাতালগুলিতে হাজির হচ্ছেন। কিন্তু চিকিৎসা পাচ্ছেন না। কেবল মাত্র জরুরি বিভাগে কাজ হচ্ছে।

তামিলনাড়ুর রাজ্য সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রধান দাবি হল মাইনেতে সামঞ্জস্য। তাঁরা দাবি করছেন কেন্দ্রীয় সরকারি হাসপাতালে যে মাইনে চিকিৎসকেরা পেয়ে থাকেন। তাঁদেরও সেই একই পরিমাণ মাইনে দিতে হবে। এছাড়া তাঁদের দাবি হল একটা সময় চাকরির পর সময় ধরে তাঁদের পদোন্নতি করতে হবে। এছাড়া তামিলনাড়ু রাজ্য সরকারের অধীন হাসপাতালগুলি থেকে চিকিৎসক ছাঁটাইয়ের যে প্রবণতা চোখে পড়ছে তা বন্ধ করতে হবে। হাসপাতালগুলিতে চিকিৎসক কমানো চলবে না।

চিকিৎসকেরা নিজেদের অবস্থানে অনড় থাকায় চরম সমস্যা হচ্ছে রোগীদের। তাঁদের সঙ্গে আসা আত্মীয়দের। তাঁরা বুঝতে পারছেন রোগীর পরিস্থিতি খারাপ হচ্ছে কিন্তু এই অবস্থায় তাঁরা কোথায় যাবেন? বেসরকারি হাসপাতালের খরচও তাঁদের পক্ষে বহন করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে তামিলনাড়ুর বিরোধী আসনে থাকা ডিএমকে প্রধান স্ট্যালিন রোগীদের পাশে দাঁড়িয়ে তামিলনাড়ু সরকারকে চিকিৎসকদের সঙ্গে অবিলম্বে রোগী স্বার্থে আলোচনায় বসতে পরামর্শ দিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025