National

কলেজ, বিশ্ববিদ্যালয়ে বন্ধ মোবাইল ফোন

Published by
News Desk

কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মূল্যবান সময়ের অনেকটা মোবাইল ফোনের পিছনেই কাটিয়ে দিচ্ছেন পড়ুয়ারা। শুধু পড়ুয়ারাই নন, অধ্যাপকেরাও একইভাবে মোবাইলের পিছনে সময় নষ্ট করছেন। তাই এবার কলেজ বা বিশ্ববিদ্যালয় চত্বরেই মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষিদ্ধ করে দিল রাজ্য সরকার। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের উচ্চ শিক্ষা দফতর এক নির্দেশিকা জারি করেছে। যাতে পরিস্কার করে জানানো হয়েছে যে উত্তরপ্রদেশের কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আর মোবাইল সঙ্গে করে ঢুকতে পারবেননা শিক্ষক থেকে ছাত্রছাত্রী কেউই।

আগেই উত্তরপ্রদেশের সরকারি বৈঠক ও মন্ত্রিসভার বৈঠকে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কারণ তাঁর মতে, সরকারি বৈঠক এমনকি মন্ত্রিসভার বৈঠকেও মন্ত্রী থেকে সরকারি আধিকারিকদের মেসেজ পড়তে বা হোয়াটসঅ্যাপ দেখতে দেখেছিলেন তিনি। এতে গুরুত্বপূর্ণ বৈঠকে সমস্যা তৈরি হয়। তাই আগেই উত্তরপ্রদেশ সরকার সরকারি বৈঠক ও মন্ত্রিসভার বৈঠকে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল কলেজ, বিশ্ববিদ্যালয়ও।

কলজে ও বিশ্ববিদ্যালয় পড়াশোনার জায়গা। সেখানে পড়াশোনার পরিবেশ আরও ভাল করতেই উচ্চ শিক্ষা দফতরের এই নির্দেশিকা বলে জানানো হয়েছে। মোবাইল ফোনের ব্যবহার বা বলা ভাল সোশ্যাল সাইটের ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায় তরুণ প্রজন্মের মধ্যেই। এঁদের অনেকেই পড়ুয়া। এখন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে পুরো সময়ে তাঁরা মোবাইলে হাতও দেওয়ার সুযোগ পাবেন না। নির্দেশিকা তো জারি হল এবার দেখার এর কড়া হাতে প্রয়োগ কতটা কার্যকরী হয়। তবেই এই নির্দেশিকা বাস্তব রূপ পাবে বলে মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk