National

ইসিএলে শ্রমিক বিক্ষোভ, বাড়ছে মৃতের সংখ্যা

Published by
News Desk

ঝাড়খণ্ডে ইসিএলের রাজমহল কয়লা খনিতে চাপা পড়ে শ্রমিক মৃত্যুর সংখ্যা ২৫-এ গিয়ে ঠেকল। এভাবে শ্রমিক মৃত্যু ঘিরে শনিবার সকাল থেকেই উত্তাল খনি চত্বর। শ্রমিকদের দাবি, ইসিএলের রাজমহল কয়লা খনিতে শ্রমিকদের চাপ দিয়ে খনিতে কাজ করতে নামানো হয়েছিল। বিপজ্জনক জেনেও খনিতে নামানো হয় তাঁদের। না নামলে কাজ হারানোর ভয়ও দেখানো হয়েছিল। আর এই নির্দেশ দিয়েছিলেন ম্যানেজার প্রমোদ কুমার। শ্রমিকদের আরও অভিযোগ অভিযুক্ত ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর সময় তাঁকে গ্রেফতার না করে টাকার বিনিময়ে শ্রমিকদের ঘেরাও থেকে কায়দা করে বার করে নিয়ে যায় পুলিশ। পুলিশ অভিযুক্ত ম্যানেজারকে বাঁচানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তাঁরা। এদিন পুলিশের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধও হয়।

 

Share
Published by
News Desk