National

একসঙ্গে ৫ শিশুর জন্ম দিলেন ২৫ বছরের তরুণী

Published by
News Desk

গত শুক্রবার তাঁর প্রচণ্ড প্রসব যন্ত্রণা ওঠে। পরিবারের লোকজন তাঁকে নিয়ে হাজির হন হাসপাতালে। তখনই তাঁকে ভর্তি করা হয়। শনিবার সেই হাসপাতালেই ৫ শিশুর জন্ম দিলেন ২৫ বছরের তরুণী রুকসানা। তবে ৫ শিশুর মধ্যে জন্মের পরই ১ শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি ৪টি শিশুর মধ্যে ১টি শিশুকে ভেন্টিলেটরে দেওয়া হয়েছে। বাকি ৩ সদ্যোজাতর ওপর কড়া নজর রাখছেন চিকিৎসকেরা।

পৃথিবীতে যমজ সন্তান একছাড় হয়। ৩ সন্তানের জন্ম সে তুলনায় বিরল। তারচেয়েও বিরল ৪ সন্তান বা ৫ সন্তানের জন্ম। যেই বিরলতম ঘটনার সাক্ষী থাকলেন রাজস্থানের জানানা হাসপাতালের চিকিৎসকেরা। একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিতে দেখলেন তাঁরা। এ ঘটনা বিরল বটে তবে এমন নয় যে কখনও এর আগে হয়নি। হয়েছে, তবে হাতে গুণে। ওই হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন এমনও দেখা গেছে যে একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছেন মা।

শনিবার জয়পুরে যে শিশুটির প্রসবের পরই মৃত্যু হয় সেটি পুত্র সন্তান ছিল। বেঁচে থাকা অন্য ৪ সদ্যোজাতের মধ্যে ২টি কন্যা ও ২টি পুত্র। ওই মহিলা সঙ্গানীর এলাকার বাসিন্দা। তাঁকে গত শুক্রবার হাসপাতালে ভর্তি করার পর ৫ শিশুর জন্ম দিলেও সবকটি শিশুই আন্ডারওয়েট বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ফলে তাদের দিকে কঠোর নজর রাখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk