National

প্রবীণ সাংবাদিককে গলা কেটে খুন

Published by
News Desk

এক প্রবীণ সাংবাদিকের গলা কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশ জানাচ্ছে বৃহস্পতিবার সকালে এই হত্যার ঘটনা ঘটে। মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় তাঁকে রাস্তার মাঝেই দাঁড় করায় আততায়ী। তারপর ধারাল অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৫ বছর বয়স্ক ওই সাংবাদিকের।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশিনগর জেলার দুবৌলি গ্রামের কাছে। সেখান দিয়েই ফিরছিলেন রাধেশ্যাম শর্মা নামে ওই সাংবাদিক। তিনি স্থানীয় একটি হিন্দি সংবাদপত্রে সিনিয়র সাংবাদিক হিসাবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হাতা এলাকায়। কেন তাঁকে হত্যা করা হল তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

আততায়ী কে সে সম্বন্ধেও কোনও তথ্য এখনও পুলিশের হাতে আসেনি। তবে তদন্ত চলছে। ব্যক্তিগত শত্রুতা, নাকি সাংবাদিক হিসাবে কর্মজগতেই কোনও অপরাধ জগতের তিনি চক্ষুশূল হয়ে উঠেছিলেন তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উত্তরপ্রদেশের সাংবাদিক মহলেও এই নিয়ে ক্ষোভ জমেছে। রাধেশ্যাম শর্মা সাংবাদিকতার পাশাপাশি গ্রামের একটি স্কুলে শিক্ষকতাও করতেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk