National

অখিলেশকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করলেন মুলায়ম

Published by
News Desk

চূড়ান্ত নাটকীয়তার দিকে মোড় নিল উত্তরপ্রদেশের সপা কোন্দল। শুক্রবার ছেলে তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকেই দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করে দিলেন সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদব। সেই সঙ্গে দলবিরোধী কাজের জন্য রামগোপাল যাদবকেও ৬ বছরের জন্য বহিষ্কার করেছেন তিনি। এদিন ভাই শিবপাল যাদবকে পাশে বসিয়ে মুলায়ম বলেন, অনেক কষ্ট করে তিনি সমাজবাদী পার্টিকে দাঁড় করিয়েছেন। সেই পার্টিকে অখিলেশ শেষ করতে উঠে পড়ে লেগেছে। আর তার মাথা খাচ্ছে রামগোপাল। অখিলেশ বুঝতে পারছে না রামগোপাল তার ভবিষ্যৎ শেষ করে দিতে চাইছে। যেখানে দল তার প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে সেখানে সমান্তরাল প্রার্থী তালিকা তৈরি করার অধিকার অখিলেশের নেই। তবু সে সেটা করেছে। এটা দলবিরোধী কাজ। তাই তাকে দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হল। মুখ্যমন্ত্রী কে হবেন তা দল পরে জানাবে। উত্তরপ্রদেশে সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে বাপ-ব্যাটার এই লড়াই প্রকাশ্যে এসে পড়েছিল আগেই। এবার তার চূড়ান্ত রূপও দেখতে পাওয়া গেল। এবার অনেকটাই পরিস্কার যে অখিলেশ বিক্ষুব্ধ তথা অখিলেশপন্থী সমাজবাদী পার্টি নেতাদের নিয়ে যে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন সেই তালিকা অন্য প্রতীকে নির্বাচন লড়বে। ভেঙে যাবে সমাজবাদী পার্টির ভোট। যা আখেরে মায়াবতী, কংগ্রেস না বিজেপির সুবিধে করে দেয় তার দিকে চেয়ে অনেকে।

 

Share
Published by
News Desk