ফাইল : পাটনা শহরে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ছবি - আইএএনএস
পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর ঢাকে কার্যত কাঠি পড়ে গেছে। শুক্রবারের পরই উৎসবের মেজাজ তুঙ্গে উঠতে শুরু করবে। ভারতের অন্যান্য প্রান্তেও কিন্তু উৎসবের আবহ। কোথাও নবরাত্রি পালিত হচ্ছে। কোথাও দশেরার প্রস্তুতি। তারপরই আবার দিওয়ালী। ফলে উৎসবের মুখে ভারতের একটা বড় অংশ। তার আগে উত্তরপ্রদেশ জুড়ে ৩ দিন ধরে টানা বৃষ্টি হয়েই চলেছে। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ঝিরঝির করে নয়, প্রবল বৃষ্টি হচ্ছে। তাও আবার ৩ দিন ধরে। ফলে অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। ইতিমধ্যেই বৃষ্টির জেরে প্রাণহানির ঘটনা ঘটেছে।
উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টির জেরে কোথাও ধসে গেছে পুরনো পাঁচিল, বাড়ি। কোথাও ভেঙে পড়েছে গাছ। আর দেওয়াল বা গাছ চাপা পড়ে ইতিমধ্যেই ২০ জন প্রাণ হারিয়েছেন। আহত অনেক। ২০ জনেরই মৃত্যু হয়েছে শুক্রবার। শুক্রবার সকালে প্রয়াগরাজে একটি পুরনো বাড়ি ধসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। আহত হন ১০ জন। একই ধরনের ঘটনায় প্রতাপগড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। ভাদোহিতে মারা গেছেন ২ জন। বারাণসীতে গাছ ভেঙে পড়ে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া বারাবাঁকিতে মৃত্যু হয়েছে ৩ জনের, রায়বরেলিতে ২ জনের। অযোধ্যা এবং আম্বেদকর নগরে ১ জন করে ব্যক্তির প্রাণ গেছে।
লখনউ, অযোধ্যা ও আমেঠিতে গত বৃহস্পতিবার থেকেই প্রবল বৃষ্টির জেরে স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ। বহু এলাকা জলের তলায় চলে গেছে। উত্তরপ্রদেশের অনেক জায়গায় বিদ্যুৎ নেই। টেলিফোন পরিষেবাও বিঘ্নিত। এদিকে অবস্থা সামাল দিতে জরুরি বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃষ্টিতে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণেরও ঘোষণা করেছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা