National

ব্যাঙ্কে পুরনো নোট জমার আজই শেষ দিন

Published by
News Desk

পুরনো নোট ব্যাঙ্কে জমা দেওয়ার শেষ দিন আজ। অর্থাৎ ৩০ ডিসেম্বর। এরপরও যদি পুরনো ৫০০ বা ১০০০ টাকার নোট কাছে থাকে তবে তা জমা দিতে হবে রিজার্ভ ব্যাঙ্কে। যেখানে জমা দেওয়ার সময় বেশ কিছু প্রশ্নেরও জবাব দিতে হবে। কেন তিনি নোটগুলি এতদিনেও ব্যাঙ্কে জমা দিতে পারেননি তার সদুত্তর দিতে হবে টাকা জমা দিতে যাওয়া ব্যক্তিকে। আগামী ৩১ মার্চ পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কে পুরনো নোট জমা দেওয়া গেলেও তারপর কিন্তু সেগুলির আর মূল্য থাকবেনা। নেহাতই কাগজের টুকরোয় পরিণত হবে নোটগুলি। ব্যাগ, আলমারি, দেরাজ, মানিব্যাগ, লক্ষ্মীর হাঁড়ি থেকে বাড়ির কোণা কোণা ঝেড়ে ঝুরে যদি কোনও টাকা বেরিয়েছে তো সেগুলি ব্যাঙ্কে জমা দেওয়ার এদিনই শেষ সুযোগ।

 

Share
Published by
News Desk