Categories: National

অফিস থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ

Published by
News Desk

একমাস আগের কথা। অফিসে কাজ করছিলেন বছর ২৪-এর এক যুবতী। আচমকাই অফিসে ঢুকে তাঁকে টেনে হিঁচড়ে বার করে আনে এক যুবক। তারপর ভিড়ে ঠাসা রাস্তার ওপর দিয়ে যুবতীকে টেনে হিঁচড়ে নিয়ে যায় সে। অনেক চেষ্টা করেও যুবকের শক্ত মুঠি থেকে ছাড়া পাননি ওই যুবতী। যুবকের হাত থেকে বাঁচার জন্য চিৎকারও করেন তিনি। রাস্তায় দাঁড়িয়ে সে দৃশ্য হাঁ করে সকলে দেখেছিলেন বটে। তবে প্রতিবাদ করেননি। যুবকের হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা চালানো যুবতীটিকে মুক্ত করারও চেষ্টা করেননি কেউ। ওই যুবতীর অভিযোগ সকলের সামনে দিয়ে তাঁকে টেনে একটি ফার্মহাউসে নিয়ে যায় ওই যুবক। তারপর সেখানে তাঁকে বারবার ধর্ষণ করে সে। পরদিন তাকে ছেড়ে দেয় ওই যুবক। পঞ্জাবের মুকসার এলাকার এই ঘটনার পাঁচদিন পর ওই দলিত যুবতীর অভিযোগ গ্রহণ করে পুলিশ। দলিতের জাতীয় কমিশনেও দোষীর যোগ্য শাস্তির দাবি জানিয়ে দ্বারস্থ হয় ওই যুবতীর পরিবার। অবশেষে ঘটনার প্রায় একমাস পর শুক্রবার অভিযুক্ত যুবক গুরজিন্দর সিং আত্মসমর্পণ করল পুলিশের কাছে। ওই যুবতীকে টেনে নিয়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে পুলিশ। সেখানে ওই যুবতীকে প্রকাশ্য রাস্তার ওপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ছবি স্পষ্ট। আপাতত এই ছবিটি নেট জগতের সর্বত্র ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

Share
Published by
News Desk