National

অরুণাচলের পরবর্তী মুখ্যমন্ত্রী তাকিম? এক বছরে ৪ জন মুখ্যমন্ত্রী বদল!

Published by
News Desk

অরুণাচল প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন তাকিম পাইরো? এমন সম্ভাবনা উজ্জ্বল। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুকে বহিষ্কার করেছে শাসক দল পিপলস পার্টি অব অরুণাচল বা পিপিএ। বিজেপি সমর্থিত পিপিএ জানিয়েছে প্রত্যাশামত কাজ করতে ব্যর্থ হয়েছেন পেমা খাণ্ডু ও তাঁর মন্ত্রিসভার ১০ জন মন্ত্রী। কংগ্রেস ছেড়ে পিপিএ-তে নাম লেখানো পেমা সহ অন্যান্য মন্ত্রীরা দলের কার্যালয়ের রাস্তাই ভুলে গেছেন বলেও দলের তরফে অভিযোগ করা হয়। তারপরই শাস্তি স্বরূপ পেমার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করে পিপিএ। গত বছরের ডিসেম্বর মাস থেকেই অরুণাচলে রাজনৈতিক অচলাবস্থা চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঠেকেছে। তাকিম পাইরো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলে এক বছরে ৪ জন মুখ্যমন্ত্রী পাবে দেশের পূর্বপ্রান্তের এই পাহাড়-জঙ্গল ঘেরা রাজ্য।

 

Share