National

৫ দিন অভুক্ত গোটা পরিবার, গ্লানিতে আত্মঘাতী গৃহকর্তা

Published by
News Desk

স্বামী, স্ত্রী ও ৩ সন্তান। এই নিয়েই পরিবার। পরিবারের ছোট মেয়ে ৯ বছরের গুড়িয়া পুলিশকে জানিয়েছে তারা গোটা পরিবার গত ৫ দিন ধরে খেতে পায়নি। ৫ দিন ধরে পেটে একটা দানাও পড়েনি। তার জ্বর রয়েছে। কিন্তু খাবার কেনার পয়সা নেই তো ওষুধ! পরিবারের কর্তা ৪১ বছরের পূরণ সিং হয়তো সেই কারণেই আত্মগ্লানি থেকে আত্মহত্যা করেন বলে মনে করছে পরিবার। পুলিশ একটি গাছে ঝুলন্ত অবস্থায় পূরণের দেহ উদ্ধার করে।

পূরণের পরিবারের দাবি, গত ৫ দিন ধরে পুরো পরিবার অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। পূরণ কিছু রোজগারের আশায় দিল্লি গিয়েছিলেন। কিন্তু ঘটনার আগের রাতে তিনি কাজ না পেয়ে ফিরে আসেন বাড়িতে। তারপর স্নান করেন। স্নান করে একটু আসছি বলে জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর সারারাত তিনি ফেরেননি। শনিবার সকালে তাঁর দেহ গ্রামের একটি গাছে ঝুলতে দেখা যায়। স্থানীয় প্রশাসন এই খবর পাওয়ার পরই পূরণের পরিবারের সঙ্গে দেখা করে পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে।

পুলিশ অবশ্য অন্য কথা বলছে। পুলিশের দাবি পূরণ ড্রাগের নেশা করত। অটোপসি রিপোর্টে তার পেটে খাবারের সন্ধানও মিলেছে। তাছাড়া সিং পরিবার গত ৫ অগাস্ট শেষবার রেশনও তোলে বলে জানতে পেরেছে পুলিশ। যদিও পরিবারের অভুক্ত থাকার দাবি উড়িয়ে দিচ্ছেনা প্রশাসন। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাশগঞ্জের ঢোলনা পুলিশ স্টেশনের অন্তর্গত বিলরাম এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk